সারাদেশ

রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Sayeduzzaman shad   কুড়িগ্রাম

০৫ জুলাই ২০২৪


রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ | ছবি: Sayeduzzaman Shad (News Editor)

কুড়িগ্রামের রাজারহাটে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ধরলা ও তিস্তায় ভাঙন ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার(৫জুলাই) বিকাল ৩ঘটিকায় ধরলা নদীর পানিতে বন্যার্ত ১শত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুল হক নুরু। শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, সেলাইন, মোমবাতি ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট। তিস্তা নদীর ভাঙন ও বন্যার্ত পঞ্চাশটি পরিবারের মাঝে দশ কেজি (জি,আর) চাল বিতরণ করেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক।বিতরণকালে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম,সদস্যা শেফালী বেগম, ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ প্রমুখ।

123