সারাদেশ

নৌকাযোগে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন এমপি পলাশ

Sayeduzzaman shad   কুড়িগ্রাম

০৭ জুলাই ২০২৪


নৌকাযোগে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন এমপি পলাশ
নৌকাযোগে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন এমপি পলাশ | ছবি: Sayeduzzaman Shad (News Editor)

নৌকাযোগে বন্যাকবলিত চরাঞ্চলে গিয়ে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী দুর্গতদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। শনিবার (৬ জুলাই) দুপুরে চিলমারী উপজেলায় নয়ারহাট, চিলমারী ও অষ্টমীরচর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় পরিদর্শন ও বন্যার্ত এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। উপহার প্যাকেজে ছিল ১০ কেজি চাল-১০, ডাল-১ কেজি, লবণ-১ কেজি, চিনি-১ কেজি, সোয়াবিন তেল-১ লিটার, মরিচ গুড়া, হলুদ গুড়া ও ধনিয়া গুড়া। এর আগে, সকালে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদে ৮শ পরিবারের মাঝে জিআর (জেনারেল রিলিফ) ও রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায় সিইআরএফ, ইউএনএফপিএ, গণউন্নয়ন কেন্দ্র, আফাদ ও ওসিডিডিএফের ব্যানারে চিলমারী ইউনিয়নের ১৮ থেকে ৩৫ বছরের ৩শ নারীদের মর্যাদা সুরক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদকসহ অধ্যাপক মামুন অর রশিদ প্রমুখ।

66