অপরাধ

কুড়িগ্রামে ডিএনসি’র উপ-পরিদর্শকের কাছে সাংবাদিক হেনস্তা স্বীকার

Sayeduzzaman shad   কুড়িগ্রাম

০৭ জুলাই ২০২৪


কুড়িগ্রামে ডিএনসি’র উপ-পরিদর্শকের কাছে সাংবাদিক হেনস্তা স্বীকার
কুড়িগ্রামে ডিএনসি’র উপ-পরিদর্শকের কাছে সাংবাদিক হেনস্তা স্বীকার | ছবি: Sayeduzzaman Shad (News Editor)

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কুমোড় পুর বাজারে আজ বিকাল ৪ টার দিকে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অভিযান চলা কালীন একটি মোটরসাইকেল আটক করলে সেখানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক যুবক কে আটক করা হয়। উক্ত অভিযান চলাকালীন অবস্থায় প্রায় ৫০-৬০ জন সাধারন জনগন সেখানে উপস্থিত ছিল। ওই সময় বাংলাদেশ নিউজ টুডে ‘ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম জি রাব্বুল ইসলাম উক্ত ফেন্সিডিল বোতল গননার ভিডিও ধারন করতে গেলে সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের নেতৃত্বদানকারী উপ পরিদর্শক জান্নাতুল ফেরদৌসি সাংবাদিকের মোবাইল ফোন টি হাত থেকে কেড়ে নেয়। এসময় সাংবাদিক পরিচয় দিলেও তিনি তার অনুমতি না নিয়ে ভিডিও করার জন্য মোবাইল ফোন থেকে ভিডিও টি ডিলিট করে দিয়ে সকলের সামনে সাংবাদিক কে হেনস্তা এবং কাজে বাধা ও অপমানিত করেন। এসময় জনৈক সাংবাদিক মোবাইল ফোনটি ফেরত নিয়ে সে স্থান ত্যাগ করে মোবাইল ফোনে ডিলিট কৃত ভিডিও টি রিকভার করেন। পরে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌসিকে কল দিয়ে কেন মোবাইল ফোনটি কেড়ে নিয়েছেন জানতে চাইলে তিনি সেটি অস্বীকার করে বলেন আমি ভেবেছি আপনি সাধারন জনগন তাই আপনার মোবাইল ফোনটি কেড়ে নিয়েছি। এ ব্যাপারে সাংবাদিক বলেন এরকম একটি ওপেন প্লেসে আমি আপনাকে পরিচয় দিয়েছিলাম আমি সাংবাদিক তারপরও আপনি ফোন টি কেড়ে নিয়েছেন এবং মোবাইল থেকে ভিডিও টি ডিলিট করেছেন, যেটি আমি পুনরায় রিকভার করেছি বললে তিনি বলেন আমি এই ব্যাপারে কোন কথা বলতে চাচ্ছিনা আপনি সহকারী পরিচালকের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক কে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

71