অপরাধ

কুড়িগ্রামে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৩

প্রভাত আলো   কুড়িগ্রাম

০৫ জুন ২০২৪


কুড়িগ্রামে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৩
কুড়িগ্রামে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৩ | ছবি: মোঃ এনামুল হক বিপ্লব কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খান ইউনিয়ন তেলিপাড়া গ্ৰামে এঘটনা ঘটে। সোমবার দুপুর ১:৪৫ মিনিটে তেলিপাড়া পাড়া গ্ৰামে মোঃ আব্দুল বাতেন সাথে প্রতিপক্ষ সাজু ও রঞ্জুর সাথে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। সরোজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছে সে-ই বিরোধের জেরে এই সংঘর্ষ বলে জানান এলাকাবাসী। এবং সাজু তাঁর গাছের আম পাড়তে আসেন এবং পেড়ে নিয়ে ও যান বাড়িতে,আম পাড়া শেষ হলে মোঃ আব্দুল বাতেন সাজুকে অগাত্ত ভাষায় গালিগালাজ শুরু করেন। এবং সে-ই আমগাছে চারপাশে বেড়া দিতে থাকেন আব্দুল বাতেন। গালিগালাজ শুনে সাজুর বড় ভাই মোঃ রন্জু মিয়া আব্দুল বাতেন এর সাথে কথা বলার জন্য যায়। কথা বলা শেষ না হতেই আব্দুল বাতেন সহ তাঁর দুই ছেলে সাজুর বড় ভাই রন্জু কে ও অগাত্ত ভাষায় গালিগালাজ ও মার-ধোর শুরু করেন, বড় ভাই কে উদ্ধার করা জন্য সাজু ছুটে গেলে সাজু সহ তার মাকেও এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করেন। এতে রন্জু (৫০) সাজু(৪৫) ওহ তার মা সহ তিন জনেই আহত হন। আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, এই আম গাছ গুলো সাজুও রন্জুদের তাদের গাছের আম তারাই পারবে এটাই স্বাভাবিক কিন্তু আব্দুল বাতেন(৬২) ও তার ছেলে আব্দুল রহিম ওরফে মুকুল (৩২) মোঃ মামুন(২৫) তাদের আম পাড়া দেখে লাঠি সোটা সহ খুন্তি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা শিকার হওয়া সন্তানদের উদ্ধারের জন্য মা এগিয়ে আসলে তাদের মায়ের উপরে ও হামলা চালায়। এলাকার সিদ্দিক নামের এক ব্যাক্তি বলেন, আমি নিজেই ওখানে উপস্থিত ছিলাম বাতেন সহ তাঁর ছেলেরা এভাবেই মানুষের উপর অতর্কিত ভাবে হামলা চালায় এটা মেনে নেয়ার মতো না। বাতেনদের প্রধান উদ্দেশ্য ই ছিলো মারামারি করার তাই তাঁরা সব প্রস্তুতি নিয়ে এঘটনা ঘটায়। পরে আমি হামলার শিকার হওয়া ব্যাক্তিদের রক্ত দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, তাই এলাকা বাসী সহ তাড়াতাড়ি তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই চিকিৎসার জন্য। রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, আমরা জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে জানতে পাই এ ঘটনার কথা এবং তাৎক্ষণিক ভাবে সেখানে প্রশাসন পাঠিয়ে দিয়েছি। অভিযোগ ও তদন্তে সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

138