সারাদেশ

দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন

Sayeduzzaman shad   কুড়িগ্রাম

০২ জুলাই ২০২৪


দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন
দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন | ছবি: Sayeduzzaman Shad (News Editor)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে সোনাহাট সেতু পারে তিন গ্রামের প্রায় একহাজার গ্রামবাসী এ মানব বন্ধনের আয়োজন করে। তারা এসময় সোনাহাট সেতু বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক করেন। বিক্ষোভকারী আব্দুল কুদ্দুছ ও জাহিদুল ইসলাম জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার পশ্চিমপার, গনাইরকুটি ও পাইকের ছড়ার কালিরহাট নামক স্থানে ইতিমধ্যে নদের ভাঙ্গনে ২০টি বাড়ি এবং ৭০/৮০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক বাড়িঘর। তারা অনতিবিলম্বে ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবি জানান।

83