স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রাম থেকে ৮’শ পিস ইয়াবাসহ হাসান আহমদ ও তার স্ত্রী কে আটক করে।
আটক কৃতরা হলো জকিগঞ্জ থানার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের মৃত কামাল আহমদের পুত্র হাসান আহমদ (২৬) ও তার স্ত্রী সুমি আক্তার ( ২০)।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪ টার সময় থানার এসআই মোহন রায়, এএসআই কানন কুমার দাস, ও এএসআই মখলিছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বড়পাথর গ্রামে অভিযান চালিয়ে। আসামি হাসান আহমদের বসতঘরে অভিযান পরিচালনা করলে হাসান আহমদের পরিহিত লুঙ্গির কোচা হতে ৩ টি নীল রংয়ের বায়ুরোধক পলিথিনের প্যাকেট থেকে ৬’শ পিস গোলাপি রঙের ইয়াবা ও তার স্ত্রী সুমি আক্তারের পরিহিত পেটিকোটের কোমরের ভাঁজ থেকে বায়ুরোধক পলিথিনের প্যাকেট থেকে ২’শ পিস ইয়াবা সহ তাদের আটক করে। পরে পুলিশ আটক কৃতদের থানায় নিয়ে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে।