এ.কে.এম জিয়াউল হক (বাংলাদেশ পুলিশ)
তারিখ- ১১/০৬/২০২০
এই ধরাতে কেবা আপন
কেবা তোমার পর
করোনা আজ প্রমাণ দিল
মানুষ স্বার্থ-পর।
প্রবাস থেকে কষ্ট করে
করলা বাড়ী ঘর
করোনাতে ধরল বলে
আপন ছেলে পর।
টাকা পয়সা পাহাড় সমান
দিচ্ছ তুমি কাকে?
সেবা দিতে আসেনা কেউ
ধরে কোভিট যাকে।
আত্মীয়তার মোহমায়া
লোক দেখানো মাত্র।
করোনাতে ধরলে পরে
হাত দেবেনা গাত্র।
আপন আপন ভাব যারে
কেযে তোমার আপন।
করোনাতে মরলে পরে
কে পরাবে কাঁপন?
সেইতো তোমার আপন ওরে
সেইতো তোমার আপন।
শেষ গোসলে শামিল হয়ে
তোমায় দিবে দাফন।
ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে আমার এ ক্ষুদ্র প্রয়াস তুলে ধরার জন্য।
Thanks