জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের প্রবাসী সমাজকল্যান সংস্থার উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ।
আজ ৫ জুলাই-২০২০ (রবিবার) ইউনিয়নের নওয়াবাজার মাদ্রাসা মাঠে মহামারি করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে অসহায় দুস্থ ২৫০ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সোনাসার ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী ও উপদেষ্টা আব্দুল আজিজ, উপদেষ্টা নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা আব্দুশ শুক্কুর, হাজী আব্দুল মন্নান সাহেব, প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ আব্দুল করিম, ব্যবসায়ী, সোনাসার বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মঈন, বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আলাউদ্দিন, আলহাজ্ব মুদরিস আলী মেম্বার, বিশিষ্ট মুরব্বি হাবিবুর রহমান নজই মিয়া, কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, সেলিম আহমদ, ইউনিয়ন প্রতিনিধি আব্দুল হামিদ, কাওসার আহমদ, আবুল কালাম, আব্দুল মতিন, সাদিকুর রাহমান, লুৎফুর রহমান, কামাল আহমদ প্রমূখ।