নিজস্ব প্রতিবেদক:: সৌদি আরব থেকে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন আরও ৪১৫ বাংলাদেশি।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বিশেষ ওই ফ্লাইটটি। বিমান বন্দরের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) এ বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ফেরত আসা সকল ব্যক্তিকে স্ক্রিনিং করার পর সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এরআগে গত বুধবার ৪১৬ জনের বিশেষ একটি ফ্লাইট সৌদি আরব থেকে ঢাকায় ফেরে। গত ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১,২১৯ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।