স্টাফ রিপোর্টার:: সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরী ও তার সহধর্মীনি করোনা ভাইরাস জয় লাভ করেছেন।
জানা যায়, গত ১৭ জুন উস্তার হোসেন চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হন। পরদিন তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হলে রিপোর্টে স্ত্রী জাসমীন বেগম ও করোনা পজিটিভ আসে।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ইউপি সদস্য ও সহধর্মীনি দম্পত্তি নিজ বাসায় হোম আইসোলেশনে ছিলেন। হোম আইসোলেশনে থাকা অবস্থায় দ্বিতীয় নমুনা পরীক্ষায় ইউপি সদস্য ও সহধর্মীনি জাসমীন বেগম দম্পত্তির ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তার ছোট ভাই রাকিব রাবেয়া মেডিকেল কলেজের হাসপাতালে সহকারী মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমদ চৌধুরী।
উস্তার হোসেন চৌধুরী বলেন, গত ১৭ জুন আমি ও আমার সহধর্মীনি জাসমীন বেগমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাসায় থেকে চিকিৎসা নিয়েছি আল্লাহর অশেষ মেহেরবানী ও সকলের দোয়া’য় গতকাল আমি ও আমার সহধর্মীনির রিপোর্ট নেগেটিভ এসেছে।