স্টাফ রিপোর্টার: জকিগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক তছদ্দর আলী @কালন উপজেলার খলাছড়া ইউনিয়নের কপনা গ্রামের মৃত আন্দাজ আলীর পুত্র।
জকিগঞ্জ থানা পুলিশের এসআই মোহন রায় জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপনা গ্রামে মাদকদ্রব্য বেচাবিক্রির খবর পায় পুলিশ। পরে থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসেরের নির্দেশে আমার নেতৃত্বে এএসআই খাদেল মোশাররফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তছদ্দর আলী @কালনকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে নীল রংয়ের একটি পলিথিনের মোড়ানো একটি লুঙ্গির বাম কোচায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তছদ্দর আলী@কালন ইয়াবাগুলো এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।
জকিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।