নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ১৩ চিকিৎসকসহ নতুন করে আরও ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮৮ জন সিলেট জেলার ও ১০ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, এদিন হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ছয় চিকিৎসকসহ ৭১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এক চিকিৎসকের রি-টেস্টে করোনা পজিটিভ আসে।
এছাড়া শাবিপ্রবি’র পিসিআর ল্যাবে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১৬ জন সিলেট জেলার ও ১০ জন সুনামগঞ্জের বাসিন্দা।
স্বাস্থ্য অধিফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেটের দুই ল্যাবে শনাক্ত ৯৮ জনের মধ্যে ১৩ জন চিকিৎসক রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৫৪৫ জন, সুনামগঞ্জে জেলার ৯৯২ জন, হবিগঞ্জের ৫৯৩ ও মৌলভীবাজারে ৪৩০ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৭ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৪০২ জন, সুনামগঞ্জে ৪১১ জন, হবিগঞ্জে ২১৬ জন ও মৌলভীবাজারে ১৯৮ জন। এ যাবৎ সিলেট বিভাগে মারা গেছেন ৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৯ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।