স্টাফ রিপোর্টার: এবার সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন-২০২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পেরন করা হলে ২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে আতাউর রহমানসহ ৪ জন সরকারি কর্মকর্তা রয়েছেন।
এপ্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসলেও বর্তমানে সুস্থ রয়েছেন। এবং বাসয় থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন। তিনি সকলের নিকট দোয়ার দরখাস্ত বলে জানিয়েছেন।