নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী কামালপুর গ্রামের প্রবাসীদের সংগঠন কামালপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এলাকার একাধিক অসুস্থ ব্যক্তি, মসজিদের ইমাম ও গরীব-অসহায় মানুষের মধ্যে নগদ আর্থিক অনুদান বিতরণ করেছে। সোমবার (২৯ জুন-২০২০) বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।
পরিষদের সাধারণ সম্পাদক মনজুর আহমদের স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বৃহত্তর মৎস্য খামার ফিস ইউ-এর সত্বাধিকারী রাজনীতিবিদ শফিকুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী এনাম উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, মদীনাতুল উলুম জামুরাইল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সিরাজুল ইসলাম ও কামালপুর ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাঈল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাবেল মোঃ রেজা, এলাকার বিশিষ্ট মুরব্বী নাজমুল হোসেন (টেকই মিয়া), কামালপুর ইবতেদায়ী মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফিজ আব্দুল গণী, শিক্ষক হাবিবুর রহমান, ব্যাবসায়ী মাওলানা আব্দুল বারী, কামালপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ ও উপজেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ প্রমুখ।