জকিগঞ্জ প্রতিনিধিঃ বিশিষ্ট আলেমে দ্বীন সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ক্বারি আব্দুল লতিফ খাদিমানী’র সহধর্মীণী ও থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শিহাব উদ্দিন খাদিমানীর মাতা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দস্থ তার ছোট ছেলের বাসায় অদ্য দুপুর ২ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দীর্ঘ কয়েক বছর থেকে ডায়েবেটিস ও বার্ধ্যক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শিহাব উদ্দিন খাদিমানী মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন – আজ বৃহস্পতিবার রাত ৯টায় গাঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেন।
উল্লেখ: অত্যন্ত মুত্তাকি, ফরহেজগার খোদাভীরু এই মহিয়সী নারীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে।