স্টাফ রিপোর্টারঃ জকিগঞ্জে ভারতীয় তীর (জুয়া) খেলার সরঞ্জাম সহ ১ জন এজেন্টকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বুধবার (৭ এপ্রিল) রাত ১২ টা ২৫ মিনিটের সময় জকিগঞ্জ বাজারের সালেহ আহমদের চায়ের স্টল থেকে তাকে আটক করা হয়। আটক সালেহ আহমদ (২০) জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারশী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ সময় ২টি মোবাইল সেট এবং জুয়া খেলার নগদ ২০ হাজার ৪০ টাকা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম।
তিনি বলেন, আটক সালেহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা ভারতীয় তীর খেলার সাথে জড়িতদের তালিকা তৈরী করে শীঘ্রই সবাইকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চালাচ্ছি। তীর খেলার সাথে জড়িত কাউকে কখনো ছাড় দেয়া হবেনা।