স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ -১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ ও তিঁনির স্ত্রী সন্তান সহ করোনা ভাইরাসে আক্রান্ত। খবর পেয়ে সাংবাদিক ফরজুন আক্তার মনি মাজারের শিরনি বিতরণ করেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন হবিগঞ্জ -১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ ও তিঁনির স্ত্রী সন্তান সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ সংবাদ গতকাল ৪ এপ্রিল জানতে পেরে, আজ ৫ এপ্রিল (সোমবার) শিরনি বিতরণ শেষে দু রাকাত নফল নামাজ ও কোরআন তেলাওয়াত শেষে দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
সাংবাদিক মনি জানান, এমপি মিলাদ গাজী আমার এলাকার সম্ভ্রান্ত পরিবারের একজন ধর্মপ্রাণ,ভদ্র নম্র,গরীব অসহায় নিরীহ এতিমের বন্ধু ও কোমলমতি নিষ্পাপ শিশুদের ভালোবাসা এবং সাদা মনের একজন অমায়িক মানুষ।ছোটো বেলায় তিঁনির ভালোবাসায় মুগ্ন হয়ে আমি নিজেও বাবা বলে সম্বোধন করতাম। তিঁনি আমার জন্ম দাতা বাবা না হলেও ছোটো বেলায় বাবার মতো করেই আদর স্নেহ ও ভালোবাসতেন। আমি যত দূরেই থাকি না কেন,দূর থেকেও বাবার মতো করে শ্রদ্ধা ও ভালোবাসি। গতকাল অসুস্থতার খবর পেয়ে রাতে ঘুমাতে পারিনি। তাই আজ ০৫/০৪/২১ইং তারিখ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ উপজেলাধীন ১১ নং গজনাই পুর ইউনিয়নের ফুলতলি হযরত শাহ মুশকিল আহসান রহঃ মাজারে সিন্নি বিতরণ শেষে দু রাকাত নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।মহান আল্লাহ যেনো তিঁনি ও তিঁনির স্ত্রী সন্তান কে দ্রুত সুস্থ করে তুলেন।