স্টাফ রিপোর্টার: সারাজীবন অধিকাংশ ক্ষেত্রেই কিছুসংখ্যক পুলিশের নেতিবাচক ভাবমূর্তি দেখে আমাদের অনেকের জ্ঞান হয়তো প্রচ-ঝাঁকুনি খায়। কিন্তু পুলিশ বাহিনীতেও রয়েছে কিছু অফিসার যারা নিজেদের জীবন সাধারণ মানুষের সেবাই উৎসর্গ করে দিয়েছে। তারা রীতিমত জনসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করছে। আইনের সহযোগিতা সাধারণ মানুষের দুয়ারে পৌছিয়ে দিতে যাদের অসামান্য অবদান রয়েছে। যারা পুলিশে যোগদান করেছেন শুধু মাত্র সাধারণ মানুষের সেবা করার জন্য। লোভ লালসার উর্ধ্বে থেকে ন্যায়ের পথে জীবন বাজি রাখা এমনই একজন পুলিশ কর্মকর্তার নাম মোহন রায়।এই পুলিশ কর্মকর্তা শুধুমাত্র মানুষের সেবা করতে পারলেই মহাখুশি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই তার স্বপ্ন। তিনি বিশ্বাস করেন, প্রকৃতপক্ষে একজন পুলিশ কর্মকর্তাই পারে জনগণের প্রকৃত বন্ধু হতে। জানা যায় তার বর্তমান কর্মস্থল সিলেটের জকিগঞ্জ থানায় তিনি সেখানে যোগদান করার পর থেকে সৎ নিষ্ঠার সহিত তার অপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করছেন। তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আবুল কাসেমে’র নেতৃত্বে জনগনের জান মালের নিরাপত্তা দিতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলছেন।
গভীর রাতে যখন রাস্তা ডিউটি করেন তখন চুরী, ডাকাতি ছিনতাই, মাদক পাচার রোধ করতে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন। শুধু তাই নয় মাদক পাচার রোধে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে চলছেন। কোন এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা দেখা দিলে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর অনুমতি নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন।
তিনি একজন পুলিশ অফিসার হয়ে সাধারন জনগনের জানমালের নিরাপত্তা দিতে কঠোর পরিশ্রম করে বুজিয়ে দিলেন পুলিশ জনগনের বন্ধু। কোন ঘটনায় যখন মামলা কিংবা জিডি অভিযোগ থেকে শুরু করে এমন কিছু তাকে দায়িত্ব দেওয়া হলে সৎ নিষ্ঠার সহিত তদন্ত করে সততাবান অফিসারের পরিচয় দেন। এমন দায়িত্বশীল অফিসারের কারনে জকিগঞ্জের বিভিন্ন সচেতন মহল এসআই মোহন রায়ে’র ভুয়সী প্রশংসা করে সাধারন জনগন।