স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিবের স্ত্রী ও তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল তথ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রোববার তিনি করোনা পরীক্ষা করান। গত মঙ্গলবার পজিটিভ রেজাল্ট আসে। করোনার রিপোর্টে ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। ভার্চুয়ালি অফিস করছেন।
কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলেও ফল নেগেটিভ আসে বলে তার দফতরের এক কর্মকর্তা জানান। এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন।