স্টাফ রিপোর্টারঃ গত ৮ ফেব্রুয়ারি রোজ রবিবার দৈনিক আমার হবিগঞ্জ অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশ ও জমি আত্মসাৎ এর অভিযোগ প্রাণনাশের হুমকির সংবাদ শিরোনামে চাঁদাবাজির,সন্ত্রাসী, অবৈধ অস্ত্রের ব্যবহার প্রাণনাশের হুমকি ঘটনার আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশ করা হয়েছে। গতকাল আমার দৃষ্টি গোচর হয়েছে। যাহা আগাঘোড়া মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রনোদিত । উক্ত অভিযোগ ও সংবাদের ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি আঈদ আলীর কোনো জমি আত্মসাৎ বা জোর পূর্বক দখল করিনি।আমি তার বড় রফিক উল্যার অংশ ক্রয় করে ভোগ দখলে আছি।আঈদ আলী তার ভাইয়ের বিক্রয় করা জমি ফিরিয়ে নেওয়ার জন্য হবিগঞ্জ আদালতে ফিয়ানশম মামলা করিয়াছেন,যা হবিগঞ্জ আদালতে বর্তমানে চলমান। আমার মনে হয় কতিপয় কুচক্রী মহল যারা আমার ক্রয়কৃত জমির লোভ সামলাতে পারছে না,তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে সংবাদে উল্লেখিত ঘটনার সাথে আমি জড়িত নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আইদ আলীর দেওয়া অভিযোগে প্রাণনাশের হুমকি বা সন্ত্রাসী, চাঁদাবাজি নিয়ে উল্লেখ নেই। এমন কি অর্জুন শীলও চাঁদাবাজি নিয়ে কোনো বক্তব্য দেয়নি।অর্জুন শীলের সাথে যে ঘটনা তা হলো,অর্জুনের ঘর আমাদের ৪ হাত জায়গার উপর ছিলো। সে বিষয়ে হবিগঞ্জ লিগ্যাল এইডে ১২ নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম এর মাধ্যমে আপোষে মিমাংসা হয়।আমার ভুমি, আমি মুচলেকা দেওয়ার প্রশ্নই উঠে না। তাই রুবেল মিয়া সংগত কারণে আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।