মোঃ পারভেজ মিয়া, সালথাঃ ফরিদপুরের সালথায় ২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খাঁন হীরামনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সাব রেজিস্টার অফিসার হাফিজুর রহমান প্রমূখ।
সভায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সমূহ বাস্তবায়নে সভায় উপস্থিত সুধীজনদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।