সিলেট বিভাগে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই এলাকার মৃত রিফাত উলাহর ছেলে নূর মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কচুরগাঁও এলাকার মৃত আছির আলীর ছেলে লিলু মিয়া (৪২)।
এ ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ৮ ফেব্রুয়ারি সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯) এর কমান্ডিং অফিসাস লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইনসহ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশী রিভলবার জব্দসহ নূর মিয়াকে আটক করা হলে পরে রবিবার দিবাগত গভীর রাতে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড়কাপন এলাকা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল জব্দসহ লিলু মিয়া নামক আরেক ব্যাক্তিকে আটক করা হয়েছে।