রাজু আহমেদঃ মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আগামী ১৮ ফেব্রুয়ারি ম্যারাথন অনুষ্ঠিত হবে। পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপজেলা পর্যায়ে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওমরপুর বাসষ্ট্যান্ডে এসে শেষ হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত পাঁচ কিলোমিটার দূরত্বসীমার ম্যারাথনে অংশ নিতে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীর নাম, ই-মেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যারাথনে ১৬ বছরের উর্দ্ধ থেকে সব বয়সের মানুষ অংশ নিতে পারবেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রাব্বী আলম, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার, প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায় প্রমূখ