ফরজুন আক্তার মনিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর জাপা নেতা আলহাজ্ব হায়দার মিয়া এক সাক্ষাৎকারে জানান সাংবাদিক ফরজুন আক্তার মনি কে জানান, , আগামী উপজেলা নির্বাচনে তিঁনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে নবীগঞ্জ উপজেলা কে দূর্নীতি ও মাদক মুক্ত এবং নবীগঞ্জ কে একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তর করে উপহার দিবেন।
জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি কিবরিয়া ব্রীক ফিল্ডের চেয়ারম্যান জাতীয় পার্টির হবিগঞ্জ জেলার আহবায়ক কমিটির সদস্য ও নবীগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার মিয়া ০৯ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় এক সাক্ষাৎকারে সাংবাদিক ফরজুন আক্তার মনি কে জানান, সাবেক রাস্ট্র প্রধান হোসেইন মোহাম্মদ এরশাদ নীতি ও আদর্শ দিয়ে পল্লীর মানুষের মন জয় করে পল্লীবন্ধুতে ভুষিত হয়েছিলেন।তিঁনি আগামী উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও আদর্শ কে অনুসরণ করে পল্লীর মানুষের মন জয় করে নবীগঞ্জ কে দূর্নীতি ও মাদকমুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দিবেন।
তিঁনি আরো বলেন, নবীগঞ্জ এখনও দূর্নীতি মুক্ত মাদক মুক্ত হয়নি।এখনও টেন্ডার বাজি সহ বিভিন্ন দূর্নীতি চলে।মানুষ এখনও সাবেক রাস্ট্র প্রধান হোসেইন মোহাম্মদ এরশাদের রাস্ট্র পরিচালনার প্রশংসা করছে।