রাজু আহমেদঃ বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ৩ টি বুথে টিকা নিয়েছেন অনেকেই। রোববার (০৭ জানুয়ারি) বেলা ১১ টায় সময় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার কার্যক্রম শুরু করা হয়।
এসময় টিকা নিয়েছেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রশিদ সরকার, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন, মুক্তিযোদ্ধা আনসার আলীসহ আরও অনেকে। হাসপাতালে টিকা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমূখ।
ভ্যাকসিন নেয়ার বিষয়ে মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন বলেন, এই ভ্যাকসিন গ্রহণ করার পর তার কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না এবং সম্পূর্ণ সুস্থ্যবোধ করছেন তিনি। করোনা প্রতিরোধে সবাইকে এ ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, যারা নিবন্ধন করেছেন, তাদের মোবাইল ফোন নম্বরে টিকা নেওয়ার এসএমএস গেছে, তাঁরাই শুধু টিকা নিতে পারছেন। টিকাদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।