স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত পালিত হল আতাউর রহমান লস্কর স্মৃতি পাঠাগারে গ্রন্হাগার দিবস। সাহিত্য প্রেমিদের উপস্হিতি কবিতা ও গজল পরিবেশনে পুরো আসরকে প্রাণবন্ত করে তোলে। সাহিত্য প্রেমিরা বলেন, জ্ঞান আহরনের মাধ্যমই হল বই। বই থেকে অনেক অজানাকে জানার আছে বই থেকে অনেক কিছু শেখার আছে। আমরা বেশি বেশি বই পড়ার অভ্যাস করতে হবে। বই সংরক্ষণ করে রাখতে হবে। এগুলোর মাধ্যম হল পাঠাগার। আমরা যেভাবেই হোক পাঠাগার প্রতিষ্টা এবং পাঠাগারকে টিকিয়ে রাখতে হবে।ছোট পরিসরে হলেও এরকম আয়োজন আমাদেরকে প্রাণবন্ত করে তোলে। গ্রন্হাগার দিবসের সাহিত্য আসর ও আলোচনা সভার সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা মোস্তাক আহমদ লস্কর। দেলওয়ার হোসেন রিপনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাঠাগারের সভাপতি মোর্শেদ লস্করের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো.আব্দুল ফাত্তাহ, প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক কায়েস মাহমুদ চৌধুরী সিপার। কবি কবির আল মাহমুদ, স্বাস্হ্য সহকারী খালেদ আহমদ, সংগঠক দেলওয়ার হোসেন রিপন, সাংবাদিক আহসান হাবীব লায়েক, শিক্ষক জাকির হোসেইন, তারেকুল ইসলাম লস্কর প্রমুখ।