জাহাঙ্গীর আলমঃ শ্রীপুর উপজেলার কিন্ডারগার্টে এসোসিয়েশন মৌন মিছিল ও মানববন্ধন এর আয়োজন করেশ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মোট স্কুল ৪৭৫ টি, মোট শিক্ষক প্রায় ৮০০০ , প্রায় চার লক্ষাধিক ছাত্র-ছাত্রী অধ্যায়ন করে, এ সকল ছাত্র ছাত্রীরা প্রায় বিদ্যালয় বিমুখ হয়ে পড়েছে, শিক্ষকরা হয়ে পড়েছে বেকার এবং শিক্ষকরা না পারছে গার্মেন্টসে চাকরি করতে , না পারছে কাঁচামালের ব্যবসা করতে , না পারছে দিনমজুরি খাটতে , এরকম বক্তব্য দিয়েছেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বিভিন্ন শিক্ষক , পরিচালক এবং সভাপতি , সাধারণ সম্পাদক গন তাদের দাবি স্বাস্থ্যবিধি নিয়ম মেনে সীমিত আকারে প্রতিষ্ঠানগুলো খোলার ।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান সভাপতি, সালাহ উদ্দীন আহমেদ মিলন সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকগণ , শিক্ষক পরিচালকমণ্ডলী সহ সবাই ।