স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক কামাল হোসেন (৩০) কে গাছের সাথে বেধে নির্যাতনের প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নানা শ্রেণি পেশার লোক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহসভাপতি মাসুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, আমিনুল ইসলাম,জসিম উদ্দিন, শামছুল কাদির মিসবাহ,শহীদনূর আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক কামাল হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান এবং এ ঘটনার নেপত্মে থাকা বালুমহাল সিন্ডিকেটদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান জেলায় কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, গত সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু-পাথর চক্র সাংবাদিক কামাল হোসেনকে হামলা করে ঘাগটিয়াবাজারে জনসম্মূখে গাছের সাথে বেধে নির্যাতন করেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।