স্টাফ রিপোর্টারঃ ৪৮ বছর পূর্বে বাংলাদেশ স্বাধিনের পরের দু-একটি পত্রিকার সাথেই রেজিস্ট্রেশন প্রাপ্ত গণমানুষের জাতীয় দৈনিক “গণমুক্তি” পত্রিকায় জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আহসান হাবীব লায়েক। দৈনিক “গণমুক্তি” পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেন শাহীনে’র স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ প্রদান করেন।
রবিবার সকালে জাতীয় দৈনিক “গণমুক্তি” পত্রিকা’র ব্যুরো চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র সভাপতি খায়রুল আলম সুমনে’র মাধ্যমে এ নিয়োগপত্র হাতে পান। সাংবাদিক আহসান হাবীব লায়েক জাতীয় দৈনিক “গণমুক্তি” পত্রিকার পূর্বে দৈনিক আলোকিত সকল ও দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তা পত্রিকায় কর্মরত ছিলেন। সাংবাদিক আহসান হাবীব লায়েক জাতীয় দৈনিক “গণমুক্তি” পত্রিকার পাশাপাশি সিলেট থেকে প্রকাশিত সপ্তাহিক জকিগঞ্জের সংবাদ’র স্টাফ রিপোর্টার ও প্রভাত আলো ২৪.কম’র প্রকাশক ও সম্পাদকে’র দায়িত্বে রয়েছেন।
জাতীয় দৈনিক “গণমুক্তি” পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় দৈনিক “গণমুক্তি” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মফিজুর রহমান রোকন, নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেন শাহীন ও সিলেট ব্যুরো চীফ খায়রুল আলম সুমন সহ পত্রিকায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পেশাগত দায়িত্বপালনে আহসান হাবীব লায়েক সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত বিষয়ে (মোবা: ০১৭১৪-৭৫৬০৯৬) নাম্বার ও ahsanhabiblayeknews@gmail.com ই- মেইলে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।