মাঝেমধ্যে দিনের আকাশে চাঁদ দেখা যায়
মেঘ মুক্ত নির্মল নীল আকাশের ফাঁকে,
এক টুকরো শাদা প্রেমময়ী চাঁদ হাসছে:
তখন জ্যোৎস্না রাত লাগে না চাঁদের পাশে
বিকেলটাও চাঁদের জন্য প্রাণবন্ত হয়ে ওঠে;
বিকেলের শাদা ঠোঁট গলে কেন জ্যোৎস্না ঝরে না?
জ্যোৎস্না কি শুধু রাত্রির জন্য ?
আমি ঠিক বুঝি না
আমার জ্যোৎস্না থৈ থৈ বালুচুড়ি মন
কেবলই সমুদ্র বিকেলের নগ্নতা ভেঙে,
ধোঁয়া ধোঁয়া কুয়াশায় শুভ্র জ্যোৎস্না খুঁজে ফেরে।