আহসান হাবীব লায়েক: সিলেটের জকিগঞ্জে এডিপি’র আওতায় নারীর আত্ম-সামাজিক উন্নয়নের জন্য তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দ থেকে একটি প্রকল্পের মাধ্যমে এ সেলাই মেশিন বিতরন করা হয়।
রবিবার ২১জুন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংশ্লিষ্ট ৩২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জকিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার,জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, বারহাল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন.(অব) সহ জকিগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য বৃন্দ প্রমূখ।
সেলাই মেশিন পেয়ে বাংলাদেশ সরকার সহ সকল সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দুঃসময়ে একটি মেশিন তাদের জীবনের বিশাল সাহায্য বা নিয়মিত কর্ম চালিয়ে জীবন পরিবর্তন করা অস্বাভাবিক কিছু না। অনেকে দুঃখের সাথে বলেন ,অভাবের কারণে একটি মেশিন কিনতে পারিনি আজকে এই মেশিনটি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।