দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী যুবদল সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ-আল-মামুন হিরাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হিরাকে বহিষ্কার করা হয়েছে।
জকিগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির আহ্বায়ক, পৌরভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তফাদার।
আরো পড়ুনঃ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেট বিভাগের পাঁচটি পৌরসভার মধ্যে জকিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে এ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ মোট আটজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির প্রার্থী ও বহিষ্কৃত হিরা ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. খলিল উদ্দিন, লাঙ্গল মার্কায় জাতীয় পার্টির আব্দুল মালেক ফারুক, স্বতন্ত্র ফারুক আহমদ, মোহাম্মদ হিফজুর রহমান, মো. আব্দুল আহাদ, মো. জাফরুল ইসলাম।