রাজু আহমেদঃ নন্দীগ্রাম উপজেলা বিএনপি নেতা ও দলীয় পার্টি অফিস এর পিয়ন মোঃ আব্বাস আলীর মৃত্যুতে দুখঃ ও শোক প্রকাশ করেছেন নন্দীগ্রাম-কাহালু উপজেলা বিএনপি নেতা কর্মীরা।
মোঃ আব্বাস আলী নন্দীগ্রাম উপজেলা বিএনপি দলীয় অফিসের পিওন এর দিয়িত্ব পালন করতেন। তিনি বহুদিন যাবত এই দায়িত্ব পালন করেছেন। তাকে প্রবীণ নেতা বলেই চেনে সবাই। নন্দীগ্রাম-কাহালু উপজেলার এমন কোন নেতা কর্মী নেই যে তাকে চেনেননা, সবার সাথেই ছিলো সুসম্পর্ক। নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর দাসগ্রাম (পারুলিয়া) গ্রামে থাকতেন তিনি।
আরো পড়ুনঃ সিলেটের প্রবীণ শায়খুল হাদিস, মাহমুদ হোসাইনের দাফন সম্পন্ন
জানাযায় দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সবকিছুর অবসান ঘটিয়ে আজ ১৬ই জানুয়ারি আনুমানিক রাত ২টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নন্দীগ্রাম-কাহালু উপজেলার প্রবীণ নেতা আব্বাস আলী।
তার মৃত্যুতে গভীর দুখঃ ও শোক প্রকাশ করেছেন বগুড়া ৪ (নন্দীগ্রাম-কাহালু) উপজেলার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, বগুড়া৪ (নন্দীগ্রাম-কাহালু) উপজেলার সাবেক জাতীয় সংসদ সদস্য ড. জিয়াউল হক মোল্লা, নন্দীগ্রাম পৌরসভার বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল, সাবেক মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএ