রাতগুলো কত কাছাকাছি এসেছে
দিনগুলো দূরে সরে আছে,
আমি মেঘ হব শ্রাবণ রাতের
আকাশে :
এই আমি একমুঠো রৌদ্দুর হব
দিনের আঁচলে —
আমার দুচোখ সমুদ্র টলমল জলে
সবুজ শ্যাওলারা বেড়ে ওঠেছে..
তোমার চোখে এক খন্ড নীল মেঘ
অরণ্যের সবুজাভা স্বপ্ন ছুঁয়ে আছে ;
গুড়ো গুড়ো মেঘ বৃষ্টি ঝরায়
আমার কালো কাজল চোখে
রাত্রি শেষে..
নির্জনা পৃথিবী যে পথে এসে মেশে।