এমএম রুবেল, রাজশাহীঃ সাংবাদিক নিয়োগের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চিট নিউজ ও বিজ্ঞাপন এজেন্সি।
নিউজ ও বিজ্ঞাপন এজেন্সি ভুয়া পোটাল নাম দিয়ে নিয়োগ বানিজ্যর মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে সহজ সরল প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধি কার্ড দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে ভুয়া নিউজ ও বিজ্ঞাপন এজেন্সি, ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় জলিল নামের রাজশাহী বাঘা থানার প্রতিনিধি মোঃ মারুফ হাসান এর কাছ থেকে ২৫০০ টাকা বিকাশে হাতিয়ে নেই নওগাঁ জেলার মোহাম্মদ করিম এর কাছ থেকে ৩৫০০ টাকা ব্যুরো চিফ কার্ড দেওয়ার টাকা বিকাশে নেই,
চাঁপাইনবাবগঞ্জের মোঃ আব্দুর রহিম বাড়ি দারিয়াপুর সদর থানা জানা যায় তার কাছ থেকে ক্রাইম রিপোর্টার পথ দেওয়ার নাম করে ৫৫০০ টাকা বিকাশে হাতিয়া নেই , প্রতারক ভুয়া, নিউজ ও বিজ্ঞাপন এজেন্সি তদন্ত করে জানা যায় বিগত দুই বছর যাবত এভাবে নিয়োগ বাণিজ্য করে টাকা হাতিয়ে নিচ্ছে ভুয়া প্রতারক, নিউজ ও বিজ্ঞাপন এজেন্সি,তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও প্রেস ইনফর্ম অধিদপ্তর কাছে বিশেষভাবে অনুরোধ এই ভুয়া প্রতারক নিউজ ও বিজ্ঞাপন এজেন্সি আর কারো কাছ থেকে সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মী প্রতারণায় শিকার যেন না হতে পারে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সকল সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের আহ্বান ভুয়া প্রতারক নিউজ ও বিজ্ঞাপন এজেন্সিকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
নিউজ ও বিজ্ঞাপন এজেন্সির নাম ও নিজের ছবি গোপন রেখে এই নাম্বারের (০১৫১৫৬২০৯৬৯) মাধ্যমে টাকা বিকাশে হাতিয়ে নেয়,বিশেষ করে সকল সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাইদের নিউজটা বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হইলো।