জকিগঞ্জ প্রতিনিধিঃ লতিফিয়া এতিমখানা ফুলতলী ছাহেব বাড়ীতে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করেছে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
মঙ্গলবার (১২ জানুয়ারী) বিশুদ্ধ পানির প্লান্টের শুভ উদ্বোধন করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী ও স্পেশাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমদ তায়েফ।
এসময় উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, লতিফিয়া এতিমখানা ফুলতলীর শিক্ষক ও শিক্ষার্থীগণ।
উদ্বোধনকালে কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী বলেন- মুসলিম হ্যান্ডসের বিশুদ্ধ পানির প্লান্ট ইতোমধ্যে হযরত শাহজালাল রহ.’র মাজার, হযরত শাহপরান রহ.’র মাজারসহ দেশের বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ফুলতলী এতিম খানার শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ চৌধুরী বলেন- পানির প্লান্টটি স্থাপন করায় এতিমখানায় অবস্থানরত ছাত্র-শিক্ষক এবং এলাকার মানুষের উপকৃত হবে। সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য- সারাদেশে মুসলিম হ্যান্ডসের নানাবিধ সমাজ সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে।