ডেস্ক রিপোর্টঃ ১ম দক্ষিণভাগ (লেঞ্জিরগ্রাম) শর্ট পিচ T-10 ক্রিকেট টুর্ণামেন্ট-২০/২১ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ৯ জানুয়ারী শনিবার উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন দক্ষিণ (লেঞ্জিরগ্রাম) ওয়েল ফেয়ার সোসাইটির অন্যতম উপদেেষ্টা আব্দুল জলিল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাওছার চৌধুরী (সুজন)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মীর মো: আব্দুন নাসের, নিউজ এ সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, সাংবাদিক এনামুল হক মুন্ন, মোহন রায়।
আরো পড়ুন: জকিগঞ্জের বারহালে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
এতে উপস্থিত ছিলেন আজহারুল কবীর, যুব-উন্নয়ন অফিসার সিলেট সদর, আব্দুল ফাত্তাহ CO নির্বাহী কার্যালয় জকিগঞ্জ, আব্দুল কাইয়ুম,জকিগঞ্জ উপজেলা যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যাক্তবর্গ। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওয়েল ফেয়ার সোসাইটি ও
দক্ষিণভাগ লেঞ্জিরগ্রাম সংগঠন কে।