স্টাফ রিপোর্টারঃ বহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের। নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের। এভাবে প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূতি, মান, অভিমান, শংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। সমস্যা থাকতেই পারে তাই বলে থেমে গেলে চলবেনা কারন আমাদের যেতে হবে অনেক দূরে। আমাদের সপ্নের সেই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে আমাদেকে। এই হোক আমাদের নতুন বছরের অঙ্গিকার। সবাইকে ইংরেজি নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা “Happy New Year 2020″।
শুভেচ্ছান্তে,
আব্দুল বাছিত তালুকদার
উপদেষ্টা: প্রভাত আলো টোয়েন্টিফোর.কম ও সৌদি আরব প্রবাসী।