নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহবুবুল আলম এর তত্ত্বাবধানে জেলার মাদক বিরোধী সেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন পারিয়া বহর গ্রামের জনৈক সুফিয়ান আহমেদ এর বাড়ির সামনে শনিবার (২০ জুন) রাত ৯ ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিদ্দিকুর রহমান ও আজাদ হোসেন নামে ২ দুই ব্যক্তিকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক সিদ্দিকুর রহমান মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ভবানীপুর গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র ও অপর ব্যক্তি আজাদ হোসেন একই থানার পাবিজুরি পার গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।এ ঘটনায় মাদক বিরোধী সেলের এস আই মোহাম্মদ কামরুল আলম-এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের মিডিয়া প্রতিনিধি মোঃ লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর )জানান যে, বর্তমান করোনা পরিস্থিতিতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কেউ সমাজে মাদক ছড়িয়ে দিতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।