জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদ সম্মুখে বারহাল তৃনমুল আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাল যুবলীগ নেতা সালাহউদ্দীন চৌধুরী বাবলুর সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগ নেতা শাহান আহমদ চৌধুরী ও তানভীর আহমদ এর পরিচালনায় এবং রায়হান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক লনি,আওয়ামিলীগ নেতা মজনু মিয়া,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন,বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী জালাল সহ বারহাল ইউনিয়নের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন।
বক্তব্য রাখেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,বীর মুক্তিযোদ্ধার সন্তান মাওলানা আব্দুর রহীম ও রিমন আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শামিম আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান কাজী রাকিব আহমদ,বিলাল আহমদ,দুলাল আহমদ,মাওলামা আছাদ আহমদ সহ প্রমুখ।