জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামে রবিবার ২০ ডিসেম্বর সকাল ১১ টায় সূচনা কর্মসূচির আওতাভূক্ত বিভিন্ন গ্রামের কিশোরীদের অংশগ্রহণে কমিউনিটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
বীরশ্রী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শ্রী সঞ্জয় চন্দ্র নাথ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শ্রী অনন্ত কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ জয়নুল হক, জিইিকে সভাপতি শ্রী বিধুভূষণ চৌধুরী, সূচনা কর্মসূচির ইউনিয়ন কো-অর্ডিনেটর আব্দুল ওয়াহিদ, জিসিডিও মফিজুর রহমান। কিশোরী পীয়ার লিডার হাবিবা সুলতানার সঞ্চালনায় কিশোরীগণ কবিতা আবৃত্তি, গান, কৌতুক, একক অভিনয় এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কিত নাটিকা পরিবেশন করেন।
আরো পড়ুনঃ সিলেটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে আন্দোলন
এলাকার গর্ভবতী, দুগ্ধদানকারী মা, কিশোরী ও অন্যান্য শতাধিক নারী এতে অংশগ্রহণ করেন।
অনুষ্টান শেষে ফিডব্যাক সেশনে উপস্থিত দর্শকগণ তাদের প্রতিক্রিয়ায় বলেন, এ ধরনের অনুষ্ঠান এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।উপস্থিত দর্শকগণ হাত উচিয়ে বাল্যবিবাহকে না বলেন।
এ ধরনের আেয়াজনের জন্য তারা সূচনা কর্মসূচিকে ধন্যবাদ জানান।