হুমায়ুন আহমেদ: নওগাঁয় এরই মাঝে পৌর নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ শুরু করেছেন নেতারা। নওগাঁ পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেতে রবিবার সকাল ১১ টায় শোডাউন করেছেন পৌর আওয়ামীলীগ সভাপতি ছেকার আহমেদ শিষান। শহরের নওগাঁ পৌর আওয়ামীলীগ অফিস হোটেল পট্টি এলাকা থেকে শুরু হওয়া শোডাউনে নেতৃত্ব দেন ছেকার আহমেদ শিষান। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাটার মোড়, ব্রিজের মোড়, মুক্তির মোড় ও কেডির মোড় হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ পৌর আওয়ামীলীগ পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা থেকে নৌকার মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। শোডাউনের শুরুতে ছেকার আহমেদ শিষানের বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দলের হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সুখে-দু:খে মানুষের পাশে আছি। সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে কাজ করছি। তাই নেত্রীর কাছে নৌকা প্রতীক চাই। আমি বিশ্বাস করি শেখ হাসিনা ও দল আমাকে পৌর মেয়র পদে নৌকার মনোনয়ন দেবেন। তিনি আরও বলেন, ‘দেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, নওগাঁ পৌর এলাকা এখনও পিছিয়ে। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। তাই দল থেকে মনোনয়ন দিলে পৌরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নেত্রীর কাছে আমরা নৌকার বিজয় উপহার দিতে পারবো। ছেকার আহমেদ শিষান বলেন- ‘আমি পৌর পিতা বা পৌর মেয়র হতে চাই না। আমি চাই পৌরবাসীর সেবক হতে। দুর্দশা ও অব্যবস্থাপনা থেকে নওগাঁ পৌরসভাকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই।’