গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় বুধবার (১৬ই ডিসেম্বর) রাত অনুমান ১১.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে। এসময় এলাকায় অভিযান চালিয়ে ১১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোস্তফা,পিতা-মৃত লতুব আলী সাং-পশ্চিমভাগ ভাদেশ্বর হাল সাং-ফকিরটুল নওয়াপাড়া থানা-গোলাপগঞ্জ,সিলেট।
গ্রেফতারকৃত সাজা প্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন,আসামী অনেক দিন থেকে পলাতক ছিল। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।