জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নগরীর মাউন্ট এডোরা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় তিনি সিলেট শহরস্থ অফিসে হঠাৎ ব্যথা, জ্বর অনুভব করলে তাৎক্ষণিক তাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তখন কোভিড ১৯ পরীক্ষার জন্য নমুনা নেন চিকিৎসকরা।
এদিকে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।