কখনো তোমাকে বলব না ভালবাসি
কখনো আমার মুখে দেখবে না স্নিগ্ধ হাসি,
কখনো দেখবে না এ চোখে তোমার জন্য একফোঁটা অশ্রু বিন্দু,
আমার সঙ্গে করেছ শুধুই ছলনা
ভেঙেছ স্বপ্ন আশা ;
জানি এ জীবনে আর কখনো আমাকে খুঁজবে না
ছিঁড়েছ বাঁধন,
ভেঙেছ অবুঝ মন
ভাবনি আমার কথা।
তোমার চেনা পায়ের শব্দ গিয়েছে কবে নিঃশব্দ ধুলির মাঝে থেমে ;
সেই সব দিনগুলো অতীত হয়েছে।
আমি বসে আছি নিভৃতে
সমুদ্রের নোনা জলের কাছে একাকী হয়েছি —
হঠাৎ কারও পায়ের শব্দে নৈঃশব্দ্যেতা ভেঙে চমকে উঠি ,
বাক ফিরে দেখি কেউ নেই
স্বপ্ন’র মত মিলিয়ে গেছে মুহুর্তটা
সী-বিচে ;
ধূঁধূ বালুচরে চোরাবালির শূন্যতা চারিদিকে।
সেইসব দিনগুলো খুব মনে পড়ছে
মনে হয় এইতো সেদিনের কথা
সময়গুলো ঘাসে, রৌদ্র শিশিরে খেলা করছে ।
এক সমুদ্র নোনা জলে
সব কষ্ট ভাসিয়ে দিয়ে
আজ আমি হয়েছি নিঃসঙ্গ আর একা ,
ভালবাসি কথাটা কখনো তোমাকে বলা হবে না।
লেখক হাসনাহেনা রানু