খাঁটি গায়ের ছেলে আমি
আমি যে ভাই কৃষক,
তবু এই কৃষকের যোগানেতে
নাই আমাদের হক।
বিলেতি ভাষা বুঝি না কো
খাঁটি বাংলা কই,
দালানকোঠা নেই কো মোদের
আছে শুধু ভুঁই।
স্বপ্ন নেইতো রাজপ্রাসাদের
দু মুঠো চাই অন্ন,
আবার সবার মুখে অন্ন জোটে
এই কৃষকের জন্য।
গাড়ী ঘোড়া নেইকো মোদের
আমি যে ভাই গরীব,
তবু সবার ঘরে বিজলী জ্বলে
আমার ঘরে প্রদীপ।
শুধু এই কৃষকের জন্য যে আজ
সবুজ বসুন্ধরা,
এই কৃষকের মুখের হাসি
সরলতায় ভরা ।
লেখক : আহমদ আল খালেদ মাদার ফার্মেসি কালিগঞ্জ বাজার জকিগঞ্জ সিলেট।