আকাশ তুমি বল, আকাশ আজ তোমার সব কথা বল,
আমি শুধু চুপচাপ শুনব
আজ আমি নিঃশব্দ:
বলব না একটা কথাও
তোমার নিঃসঙ্গতার কথা বল
তোমার একাকীত্বের কথা বল,
তোমার মন খারাপের কথা বল
তোমার ভাললাগা, মন্দ লাগা
তোমার দহনের কথা
আজ আমি তোমার সব কথা শুনব!
বলব না একটা কথাও
আজ আমি শুধুই স্রোতা
আজ আমি নিঃশব্দ!
আরো পড়ুন গোলাপ প্রেমে বাঁধা- হাসনাহেনা রানু
আকাশ তোমার এলোমেলো দিনযাপনের কথা বল
তোমার কষ্টের কথা বল:
তোমার একাকীত্ব জীবন ক্যামন করে পাড়ি দাও ?
চন্দ্র সূর্যের গ্রহণের কথা বল
নিঃসঙ্গ নক্ষত্রের কথা বল,
নীল কষ্ট; নীল আকাশ,
আজ তোমার সুখ অসুখের সব কথা বল
বিরহী আকাশ তুমি কিছুই গোপন কর না!
তোমার কালো মেঘ ডানায় ঝরে ঝরে পড়ে অভিমানী বৃষ্টির ক্ষত;
কাল বৈশাখী তোমার বুক চূর্ণ বিচূর্ণ করে কেঁপে কেঁপে উঠে প্রবল গর্জনে ফেটে পড়ে
তখনো তুমি ভেঙ্গে পড় না ক্যামন সুস্থির থাক
এক সমুদ্র কষ্ট দহন বুকে চেপে;
এ সবাই পারে না
তুমি পেরেছ আকাশ
এটাই তোমার পূর্ণতা!