অনলাইন ডেস্ক– উৎসবের মান ডিসেম্বর আসতেই যুক্তরাষ্ট্রে ভাঙতে শুরু করেছে এপ্রিল মাসের রেকর্ড। এই নিয়ে টানা ২ দিন দেশটিতে আড়াই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটলো। মঙ্গলবার মারা গিয়েছিলেন ২ হাজার ৫৯৭ জন।
আরো পড়ুন
১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিলেন ২ হাজার ৬০৩ জন। ৭ এপ্রিল মৃত্যু হয়েছিলো ২ হাজার ৫৭০ জনের। ২১ এপ্রিল দেশটিতে মারা গিয়েছিলেন ২ হাজার ৫৪২ জন। যুক্তরাষ্ট্রে মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর থেকে হিসেব করলে প্রতিদিন গড় মৃত্যু ১ হাজার ৫৩১ জন।
শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন, সুস্থ ৪০ হাজার ৭২৬ জন, মারা গেছেন ৫২৬ জন। দেশটিকে মোট শনাক্ত ৯৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ জন। মোট মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৬৪৮ জন। সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭৩ হাজার ৩৭৩ জন।
বাংলাদেশ সময় দুপুর ৩টা পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত ছিলেন ৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৭১ জন। মারা গেছেন ১৫ লাখ ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৪২৯ জন।