এক.
আজ ১ ডিসেম্বর। সূর্য জাগানিয়া দিন গাঁথা শুরুর মাস। মহান বিজয়ের মাস। আনন্দের মাস।
দুই.
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হয়। স্বাধীন বাঙলাদেশে পতপত করে উড়ে লাল-সবুজের পতাকা।
তিন.
দু’লাখ মা-বোনের সম্ভ্রম, ত্রিশ লাখ মানুষের বুকের তাজা খুন আর অসামান্য ত্যাগের বিনিময়ে দেখা মিলে স্বাধীনতা লাভের এ মৃত্যুঞ্জয়ী আনন্দ।
চার.
নতুন মানচিত্রে লেখা হয় নতুন ইতিহাস। জীবন বাজি রেখে বাঙালি দামাল ছেলেরা নয় মাসের সশস্ত্র যুদ্ধে বুক বুক রক্ত ঢেলে দিয়ে উপহার দেয় এই রক্তলাল গোলাপ স্বাধীনতা।
এ মাসেই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী।
পাঁচ.
তবে, ১৯৭১ সালের ১ ডিসেম্বর থেকেই দেশের অনেক অঞ্চল শত্রুমুক্ত হয়। কিন্তু বিভিন্ন অঞ্চলকে শত্রুমুক্ত করতে তখনও দিকে দিকে চলতে থাকে রক্তের হুলিখেলা। দুরন্ত দামাল মুক্তিযোদ্ধারা একের পর এক মুখোমুখি যুদ্ধে পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস’র মনোবল ভেঙ্গে গুড়িয়ে দেয়।
চারদিকে যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে ওঠে বীর বাঙালি জোয়ানরা।
ছয়.
এক নদী রক্ত পেরিয়ে ১৬ ডিসেম্ভর বাঙলার আকাশ সম্পূর্ণ শত্রুমুক্ত করে বিজয়ের রক্ত ফুল ফুটিয়ে ক্ষ্যান্ত হয়।
আরো পড়ুন:আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান তৌহিদুর রাহমান (দুখু)
শেষের কথা.
আজ সেই গোলাপ ফোটানো দিনের মাস, নতুন পতাকার মাস, পৃথিবীর বুকে নতুন মানচিত্রের মাস। গৌরবের মাস ডিসেম্বর, প্রেরণা জাগানিয়া স্বপ্ন দেখার মাস ডিসেম্বর’র আজ প্রথম দিন।
আমাদের জীবনের প্রতিটি দিনই হয়ে উঠুক এমন স্বপ্ন দেখা আর স্বপ্ন লেখার দিন।