আকাশ, তোমার ওই পরিচ্ছন্ন সুন্দর সুঠাম রংধনু বুকে
অসাধারণ একটা স্বপ্ন আঁকো,
সবটুকু মেঘের রঙে
তোমার বুকের ওই মেঘটুকু শুধুই আমি;
আমি কখনও বৃষ্টির কান্না হয়ে ঝরি
কখনও সুদূরে হারায়,
স্বপ্নটা হবে
আমার ইচ্ছের চেয়ে অনেক বেশি বড়:
স্বপ্নের অর্ধেক বৃত্ত ছুঁয়ে থাকবে তুমি অর্ধেক আমি
আধাআধি;
স্বপ্নের ঠোঁট ছুঁয়ে থাকবে
নরম শুভ্র জ্যোৎস্না…
স্বপ্নের সবুজ হৃদপিন্ড ছুঁয়ে থাকবে
প্রিয়তম তোমার সবটুকু অনুভূতি!
অনুভূতিহীন কোন মানুষ হয় ?
তোমার দীর্ঘশ্বাসগুলো প্রতিদিন সূর্যোদয় হয়ে ফুটে উঠুক
তোমার সব দুঃখ কষ্ট..
তোমার ব্যথাটুকু ফোঁটা ফোঁটা শিশির হয়ে ঝরে যাক!
তোমার এক পৃথিবী দুঃখ আমার,
আকাশ নীলে
আমার সব দুঃখ বেড়ে যাবে
এটুকু দুঃখ সইতে
আমার এক মন:
মন-ই যথেষ্ট;
আকাশ, তুমি পূর্ণিমা রাত্রি ছুঁয়ে
নীল জ্যোৎসনার আবরণে একটি জীবন্ত স্বপ্ন আঁকো
যে স্বপ্ন ছবির মতো কথা বলে;
আকাশ, তোমার কবিতার বৃত্তে আঁকা স্বপ্ন স্বারর্থীরা
প্রতিটি শিশির ভেজা স্নিগ্ধ ভোরের চোখে বেঁচে থাকবে আগামীর কোন পৃথিবীতে;
আকাশ তুমি হয়তো বলবে, তোমার শৈশবের গল্পে কোথাও এই আমি ছিলাম না,
বিশ্বাস করো আকাশ
এটাই শেষকথা নয়:
আমার শৈশবের গল্পে তুমি ছিলে
সেই ছোট্ট থেকে বড় হওয়া অবধি তোমাকে দেখেই বেড়ে ওঠা আমার!
ধাবমান জীবনের গল্প থেমে যায় যদি কখনো
সব নক্ষত্রসহ এক নীল আকাশ আছড়ে পড়ে পৃথিবীর বুকে,
শুভ্র জ্যোৎস্না আত্মহত্যা করে শূন্যতার ডানা খসে সমুদ্রে
যদি ফসল ভরা মাঠের মৃত্যু হয় কখনো
কথা দিলাম নিঃসঙ্গ এই আমি তোমার স্বপ্নের দায়ভার তুলে নেব ;
তুমি শুধু বিশ্বাসী বৃত্তের ক্যানভাসে স্বপ্ন সমাপ্ত করো,
রং ধনু মনের স্বপ্ন কথা
জান আকাশ এটা সম্পূর্ণ আমাদের গল্প।